পৃথিবী স্বাভাবিক দিকে এগোচ্ছে, স্কুলগুলিও দরজা খুলে দিয়েছে, পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে টুইট পার্থ চ্যাটার্জির

আমাদের আশেপাশের পৃথিবী যখন স্বাভাবিকতার দিকে এগিয়ে যাচ্ছে, স্কুলগুলিও শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীদের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। মঙ্গলবার রাজ্যের সব স্কুল কলেজ খুলে যাওয়ার পর টুইট রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির।

কোভিড প্রটোকল মেনেই রাজ্যে খুলে গেছে সব স্কুল-কলেজ। এদিন পার্থ চ্যাটার্জি পড়ুয়াদের উদ্দেশ্যে টুইট করে বলেন, ভালভাবে পড়াশোনা চালিয়ে যাও কিন্তু নিজেদের সুরক্ষা ও কোভিড প্রোটোকল মেনে। স্কুল-কলেজ খোলার কথা বলা হলেও কোভিড বিধি মেনেই পড়ুয়াদের ক্লাস করাতে হবে প্রতিটি স্কুলকে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বেশকিছু বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের বলে জানানো হয়েছে। পড়ুয়ারা এই বিধি মেনে চলছে কিনা তা দেখার জন্য বেশ কিছু স্কুলে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে টিফিনের সময়ে ফ্লাইং টিচার আছেন। এদিন স্কুল-কলেজ খোলার সময় কোথাও চকলেট, আবার কোথাও হাতে গোলাপ ফুল তুলে দিয়ে স্বাগত জানানো হয় পড়ুয়াদের। আবার কোথাও দেওয়া হয়েছে পেনের মতন উপহারও।

সরকারি স্কুলের পাশাপাশি মঙ্গলবার থেকে রাজ্যে সব বেসরকারি স্কুলও খুলে গিয়েছে। কিন্তু ক্যালকাটা গালর্স, ডন বস্কো, ডিপিএস রুবি পার্ক, ফিউচার ফাউন্ডেশনের মতো কিছু স্কুলে মঙ্গলবার শুধু নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। সাউথ পয়েন্টে ক্লাস শুরু হয়েছে শুধু দশম শ্রেণির। কিন্তু লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতন স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্তই ক্লাস হবে।

পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রেও সমস্যা সমাধান হয়েছে। লোকাল ট্রেনগুলিতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা আগের মতন ফ্রি পাস পাবেন। এদিন শহর ও শহরতলিতে অতিরিক্ত প্রায় ৯০০ টি স্কুলবাস পথে নেমেছে। সেই সঙ্গে ৫০০-৬০০ টি পুলকার পথে নেমেছে। সব মিলিয়ে অতিরিক্ত হাজার দুয়েক গাড়ি পথে নামছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

Comments are closed.