আবৃত্তির জগতে ইন্দ্র পতন। ৮৩ বছর বয়েসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ। শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৭.৩৫ নাগাদ হাওড়ার এক বেসরকারি হাসপাতাল মৃত্যু হয় শিল্পীর। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে।
শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই তিনি শারীরিক অসুস্থায় ভুগছিলেন। কয়েকদিন আগে গলায় অস্ত্রপাচারের জন্য তাঁকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
পার্থ ঘোষ এবং তাঁর স্ত্রী গৌরী ঘোষের কণ্ঠে ‘কর্ণ-কুন্তী সংবাদ’ আবৃত্তি প্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিংবদন্তি জুটির পথচলা থামে ২০২১ সালে। ২০২১-এর ২৬ আগস্ট না ফেরার দেশে পড়ি দেন গৌরী ঘোষ। আর এবার প্রায়ত হলেন পার্থ ঘোষ।
Comments are closed.