৩০ জুলাই পর্যন্ত বাড়ল আংশিক লকডাউন। বুধবার নবান্নের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়।
বর্ধিত বিধিনিষেধে মেট্রো পরিষেবায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। শনি ও রবিবার ছাড়া সপ্তাহে পাঁচদিন সাধারণের জন্য শুরু হচ্ছে মেট্রো পরিষেবা। ৫০% যাত্রী নিয়ে মেট্রো চালানো হবে। প্রতিদিন মেট্রো স্যানিটাইজ করতে হবে। যাত্রী ও কর্মীদের করোনা বিধি মেনে চলতে হবে।
এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। স্টাফ স্পেশাল আগের মতোই চলবে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে। বাস, ট্রাম, ট্যাক্সি, লঞ্চ, ক্যাব, অটো আগেই মতোই ৫০% যাত্রী নিয়ে চালু থাকবে।
যে সমস্ত সুইমিংপুলে রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারুরা প্রশিক্ষণ নেন সেসব খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১০ টা। বাদবাকি সুইমিং পুল, স্পা, জিম বন্ধ থাকবে।
যেকোনও জমায়েতের ক্ষেত্রে আগের মতোই বিধিনিষেধ লাগু থাকছে। বিয়েতে সর্বাধিক জমায়েত ৫০ জন পর্যন্ত রাখতে হবে।
জরুরি পরিষেবা ছাড়া সরকারি অফিসে ২৫% এর বেশি হাজিরা নয়। বেসরকারি ক্ষেত্র, কলকারখানায় সর্বাধিক হাজিরা ৫০%। প্রাতঃভ্রমনের জন্য আগের মতই সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বার, রেস্তোরাঁ, শপিং মল, ক্লাব আগের নিয়মে মেনেই খোলা থাকবে রাত ৮ টা পর্যন্ত। সেলুন, বিউটি পার্লারের ক্ষেত্রেও তাই। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।
Comments are closed.