শেষ মুহূর্তে স্থগিত নির্ভয়াকাণ্ডে অপরাধী চারজনের ফাঁসি, পরবর্তী নির্দেশ না আসা অবধি ফাঁসি নয়, জানিয়ে দিল দিল্লির আদালত
পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়াকাণ্ডের অপরাধীদের। শুক্রবার দিল্লির একটি আদালত একথা জানায়। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দর রানা ফাঁসির উপর স্থগিতাদেশ দিয়ে জানিয়েছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই চারজনের ফাঁসি কার্যকর করা হবে না।
পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল ২০১২ সালে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ এবং খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত বিনয় শর্মা, অক্ষয় সিংহ, মুকেশ ও পবন গুপ্তের। কিন্তু ঠিক একদিন আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ফাঁসির উপর স্থগিতাদেশ দেন। এবং পাশাপাশি বিচারক ধর্মেন্দর রানা জানিয়ে দেন পরবর্তী নির্দেশ না আসা অবধি ফাঁসি স্থগিত থাকবে। ফলে নির্ভয়কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ অপরাধীর ফাঁসি কবে হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
Comments are closed.