ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার সকাল রাজ্যের পেট্রোল পাম্প গুলিতে চলছে ধর্মঘট। মঙ্গলবার সকাল ৬ টা থেকে এই ধর্মঘট শুরু হবে, চলবে বুধবার সকাল ৬ টা পর্যন্ত। কিন্তু ধর্মঘটের আওতায় নেই অ্যাম্বুল্যান্স সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি।
ধর্মঘটে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, জ্বালানির দাম বেড়েছে। কিন্তু, মালিকদের কমিশন বৃদ্ধি করেনি কর্তৃপক্ষ। তাই ২৪ ঘণ্টার পেট্রোল পাম্প ধর্মঘট ডেকেছেন তাঁরা।
অন্যদিকে এই ধর্মঘটের বিরোধিতা করেছে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম নামে একটি সংগঠন। তাঁদের আওতায় থাকা প্রায় ১০০০টি পেট্রল পাম্প মঙ্গলবার খোলা থাকছে। এদিনই ধর্মঘটে সামিল হয়েছে ট্যাঙ্কার মালিক এবং বিভিন্ন ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনগুলি। তেল বহনকারী ট্যাঙ্কারের পরিবহন খরচ বাড়ানোর দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছে।
Comments are closed.