ভবানীপুর উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, মুখ্যসচিব কীভাবে চিঠি লিখতে পারেন? প্রশ্ন মামলাকারীর
ভবানীপুরে উপনির্বাচন নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। রাজ্যে উপনির্বাচনের দাবি জানিয়ে মুখ্যসচিব নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছিলেন, জানা গিয়েছে সেই চিঠি ঘিরেই এই মামলার সূত্রপাত। মামলাকারীর দাবি, উপনির্বাচন চেয়ে মুখ্যসচিবের এভাবে চিঠি লেখা অনৈতিক। তিনি কীভাবে একটি আসনে ভোট চেয়ে চিঠি লিখতে পারেন, প্রশ্ন মামলাকারীর। কোর্ট সূত্রে খবর, জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। জানা গিয়েছে মামলাকারী বিজেপি ঘনিষ্ঠ।
ভবানীপুরের উপনির্বাচন ঘিরে জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী সোমবার। মামলার সব পক্ষকেই নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে কোর্ট।
মুশির্দাবাদের দুই কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুরের উপনির্বাচন ঘোষণার পর থেকেই অন্য দুই কেন্দ্র নিয়ে আপত্তি না তুললেও ভবানীপুরের নির্বাচন ঘোষণা নিয়ে তীব্র আপত্তি তোলেন রাজ্য বিজেপির নেতারা। তাঁদের কথায়, রাজ্যের একাধিক আসনে যেখানে উপনির্বাচন বাকি, সেখানে শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, কমিশনের সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে।
উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। বুধবার থেকে ভোট প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, তৃণমূলের জয় নিশ্চিত হলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখা চলবে না। তৃণমূল নেত্রীর কৌশলী বার্তা, ২০২৪ এর দিকে তাকিয়ে ভবানীপুরের নির্বাচন বড় খেলা।
Comments are closed.