ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে ফের তুঙ্গে জল্পনা রাজনৈতিক মহলে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যার জেরে তাঁর ভবিষৎ পদক্ষেপ ঘিরে নানান গুঞ্জন শুরু হয়েছে।
পিকে তাঁর এই পদত্যাগ নিয়ে জানিয়েছেন, জনজীবনে নিজের সক্রিয় ভূমিকা থেকে কিছু সময়ের জন্য সরে দাঁড়াচ্ছি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহকে দেওয়া চিঠিতে প্রশান্ত লিখেছেন, জনগণের কাজে আমার যে সক্রিয় ভূমিকা রয়েছে, সেখান থেকে কিছু সময়ের জন্য অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার জেরে আমি আপনার মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারবো না। আপনাকে অনুরোধ আমাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক।
নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে স্পষ্ট করে কিছু জানানি পেশাদার ভোট কুশলী। চিঠিতে লিখেছেন, আমি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
উল্লেখ্য, দিল্লিতে গান্ধী পরিবারের তিন সদস্যের সঙ্গে বৈঠকের পরেই কিছু কিছু সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে পিকে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে চলেছেন। প্রশান্তকে দলে নেওয়া নিয়ে নাকি রাহুল গান্ধী কংগ্রেসের সিনিয়র নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন। কংগ্রেস নেতাদের কেউ কেউ জানিয়েছেন প্রশান্তের কাজের ধরণ নিয়ে তাঁদের আপত্তি জানিয়েছেন।
রাজনৈতিক মহলের এক পক্ষের মতে পিকে এখনও দিদির দূত হয়েই কাজ করছেন। সেই সূত্রেই তিনি শরদ পাওয়ার থেকে শুরু করে গান্ধী পরিবার সবার সঙ্গেই বৈঠক করেছেন। অর্থাৎ বিরোধী জোটের সলতে পাকানোর ক্ষেত্রে তৃণমূলের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন পিকে। যদিও সবটাই এখনও জল্পনার স্থরে রয়েছে।
মুখ্য উপদেষ্টার পদ ছেড়ে পিকে কোন পথে হাঁটেন এখন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলে।
Comments are closed.