CMO কে এড়িয়ে রাজ্যের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, ফের তুঙ্গে কেন্দ্র-রাজ্য কাজিয়া
বুধবারই করোনা ভ্যাকসিন চেয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী
বেড়ে চলা করোনা পরিস্থিতির জের। পশ্চিমবঙ্গের সরকারি অফিসারদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ মে সকাল ১১ টায় ভার্চুয়াল মিটিং হওয়ার কথা। প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ঘোষণার পরেই সরব হয়েছে রাজ্যের শাসকদল।
মুখ্যমন্ত্রীর দফতর বা সিএমওকে এড়িয়ে জেলার অফিসারদের সঙ্গে কেন বৈঠক? যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করছেন প্রধানমন্ত্রী? রাজ্য সরকারকে এড়িয়ে বৈঠকের উদ্দেশ্য কী? প্রশ্ন করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। বুধবার কোভিড আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। গোটা বিশ্বে যা সর্বকালীন রেকর্ড।
এদিকে করোনা মোকাবিলায় রাজ্যকে সাহায্য করছে না কেন্দ্র, এই অভিযোগে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। বুধবারই করোনা ভ্যাকসিন চেয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন, টিকা কারখানার জন্য জমি দিতে প্রস্তুত রাজ্য।
আর এদিনই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর জেলার অফিসারদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্তের জেরে ফের একবার কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে।
Comments are closed.