পুলিশ ঠিক করেছে, রাকেশ গ্রেফতারি প্রসঙ্গে দিলীপদের উল্টো সুর রুপার গলায়
রুপা গাঙ্গুলির মন্তব্যে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের
মাদক কাণ্ডে বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতারের পর রাজ্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে এসেছিল। রাকেশ সিংহ গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলির মন্তব্যে সেই দ্বন্দ্ব যেন আরো তীব্র হল।
রাকেশ সিংহ গ্রেফতার প্রসঙ্গে উল্টো সুর বিজেপি নেত্রী রুপার গলায়। রাকেশের গ্রেফতারি নিয়ে রাজ্য সভাপতি প্রতিহিংসার তথ্য দিয়েছিলেন। বিজেপি মুখ্যপাত্র সমীক ভট্টাচার্য বলেছিলেন, সবাই বুঝতে পারছে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। আর এদিন কার্যত উল্টো অবস্থান নিলেন রুপা গাঙ্গুলি। তিনি বলেন,পুলিশ যা করেছে একদম ঠিক করেছে। সাংবাদিকরা রুপাকে জিজ্ঞাসা করেন, সিবিআইয়ের পালটা কি রাকেশকে গ্রেফতার? বিজেপি নেত্রীর সাফ কথা, ওসব বুঝি না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যে অন্যায় করবে তাকেই জেলে যেতে হবে।
এদিন ধৃত বিজেপি নেতাকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। লালবাজার সূত্রে খবর, পামেলা এবং রাকেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। রাকেশের দুই ছেলে এদিন অন্তবর্তীকালীন জামিন পেয়েছে ।
সবমিলিয়ে পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে রুপা গাঙ্গুলির এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের।
Comments are closed.