মনোনয়ন জমা ঘিরে অগ্নিগর্ভ বারাকপুর, গুলিবিদ্ধ ১, দফায় দফায় লাঠিচার্জ পুলিশের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে পুলিশ
বারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে দফায় দফায় সংঘর্ষ বাঁধে বিজেপি-তৃণমূলের মধ্যে।
বুধবার বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন প্রশাসনিক ভবনে। মনোনয়ন জমা দেওয়াকে ঘিরেই সকাল থেকে উত্তেজনা ছড়ায় সেখানে। দফায় দফায় বিক্ষোভের আগুন ছড়াতে শুরু করে। দুপুর গড়াতেই ফের সংঘর্ষ বাধে সেখানে। বারাকপুর অগ্নিগর্ভ রূপ নেয়। দু’পক্ষ থেকে গুলি চলে। ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে পুলিশ। এলাকা খালি করতে লাঠিচার্জ করে।
সূত্রে খবর, দফায় দফায় সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, তাঁদের দলীয় কর্মী লক্ষ্য করে বন্দুক চালায় বিজেপি। কিন্তু, তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি।
এদিন তৃণমূল-বিজেপির দ্বন্দ্বের মুখে পড়তে হয় রাজ চক্রবর্তীকে। মনোনয়ন জমা দেওয়ার সময় দুই দলের মধ্যে ঝামেলা লাগে। বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই দুপক্ষের সংঘর্ষ বাঁধে। শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশের।
Comments are closed.