এক বিশেষ অফার আনল পোস্ট অফিস। এই অফারে ১০০ টাকা করে জমা করা যাবে অ্যাকাউন্টে। এমনকি অ্যাকাউন্ট খোলা থেকে তিন বছর পর অ্যাকাউন্ট প্রিম্যাচিওরের জন্য আবেদন জানানো যাবে। এর পাশাপাশি মিলবে ৫০ শতাংশ পর্যন্ত লোন নেওয়ার সুবিধা। এমনকি এক পোস্ট অফিস থেকে অন্যটাতেও অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে।
এছাড়াও থাকবে আইপিপিবি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন ডিপোজিটের সুবিধাও। আর নয়া স্কিম অনুসারে যদি কোনও গ্রাহক ১০,০০০ টাকা ইনভেস্ট করেন, তাহলে স্কিম ম্যাচিওর হতে না হতেই তিনি ১৬ লক্ষেরও বেশি টাকা পেয়ে পাবেন। এছাড়াও এই রেকারিং ডিপোজিট স্কিমে ১০ বছর পর্যন্ত যদি প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করা যায় তো মেয়াদ পূরণ হতেই মিলবে প্রায় ১৬.২৮ লক্ষ টাকা। তাহলে অ্যাঁর দেরি কি আজই জানুন বিশদ তথ্য। জানতে খোজ নিন পোস্ট অফিসের।
Comments are closed.