পূর্বপল্লীর মাঠে অনুমতি মেলেনি; বদলে কোথায় বসছে পৌষ মেলা ? কী জানাল স্থানীয় প্রশাসন 

হাইকোর্ট পর্যন্ত জল গড়ালেও পূর্ব পল্লীর মাঠে পৌষ মেলার অনুমতি মেলেনি। ২০২১ সালেও পূর্ব পল্লীর মাঠে মেলা হয়নি। বিকল্প হিসেবে ডাকবাংলোর মাঠে মেলার আয়োজন করেছিল জেলা প্রশাসন। 

এবারে করোনা পরিস্থিতি না থাকায়, অনেকেই আশা করেছিল পূর্বপল্লীর মাঠেই ফের বসতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। কিন্তু সেখানে মেলার অনুমতি দেয়নি বিশ্বভারতী। যদিও ওই মাঠে না হলেও পৌষ মেলা হচ্ছে। প্রশাসনের তরফে আগেই বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছিল। শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, বিকল্প জায়গাতেই মেলা বসছে। 

এদিন জন প্রতিনিধি, জেলা প্রশাসনের আধিকারিকরা এবং স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা একটি বৈঠক করেন। তার পরেই জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, গত বছরের মতো এ বছরও ডাকবাংলোর মাঠে বসছে পৌষ মেলা। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে  ৭ পৌষ মেলার উদ্বোধন হবে। চলবে আগামী ১২ পৌষ পর্যন্ত। ইংরেজি মাস অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ডাকবাংলোর মাঠে বসছে পৌষ মেলা। 

শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা শাসক বিধান রায়, তৃণমূল জেলা সভাপতি বিকাশ রায়চৌধুরী ও  জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিকরা এবং শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক উপস্থিত ছিলেন। এদিনের বৈঠক শেষেই মেলা নিয়ে চূড়ান্ত ঘোষণা করে দেয় বীরভূম জেলা প্রশাসন।   

Comments are closed.