প্রবল শিলাবৃষ্টির জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বুধবার রাত থেকে শুরু হয় শিলাবৃষ্টি। এরফলে প্রায় ১০০ টির মতন বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে অনেকে জায়গায়।
যুদ্ধকালীন তৎপরতায় কয়েকশো বিদ্যুৎকর্মী পরিষেবা ঠিক করার জন্য কাজ শুরু করছেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে WBSEDCL। উল্লেখ্য, ১৫ই মার্চ অর্থাৎ বুধবার দুপুরেই কালবৈশাখী ঝড় শুরু হয় দার্জিলিংয়ে। বিকেল হতেই শুরু হয় শিলাবৃষ্টি। শিলা বৃষ্টির শুরু হয় উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায়। এই শিলাবৃষ্টির জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়।
Comments are closed.