সমুদ্রে শক্তি বাড়াচ্ছে যশ, কলকাতায় বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে
সামগ্রিকভাবে নেতৃত্ব দেবেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র
বঙ্গোপসাগরের উপর অবস্থান করে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় যশ। বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার এবং ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
গতবছর আমফানে তছনছ হয়ে গিয়েছিল কলকাতা সহ সংলগ্ন এলাকা। সেই ভয়ঙ্কর স্মৃতির পুনরাবৃত্তি যাতে না হয় তাই যশ মোকাবিলায় কলকাতার প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, এবার বিপর্যয় মোকাবিলার প্রধান দায়িত্ব আরোপিত হয়েছে কলকাতা পুলিশের ওপর। এবং সামগ্রিকভাবে নেতৃত্ব দেবেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
রবিবার পুলিশ কমিশনারের নেতৃত্বে এক বৈঠকে ‘ইউনিফায়েড কমান্ড এজেন্সি’ নামে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন দল গঠন করা হয়। এই দলে পুলিশ অফিসাররা ছাড়াও কলকাতা পুরসভা, এনডিআরএফ, বিএসএনএল ও সিইএসসির আধিকারিকরা থাকবেন।
ইতিমধ্যেই কলকাতায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০ টি, সিভিল ডিফেন্সের ১০ টি, বন দফতরের ১৬ টি এবং কলকাতা পুলিশের ২২ টি দল।
গঙ্গা উপকূলীয় এলাকায় এনডিআরএফ সতর্কতামূলক প্রচার করছে। গঙ্গার তীর প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় নদীর তীরে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এনডিআরএফের তরফে জানানো হচ্ছে।
সোমবার দিল্লি মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে। ২৪ মে রাতের মধ্যে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ২৬ মে সকালে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।
Comments are closed.