শহরে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি, উধাও বহু বাস-অটো, ভোগান্তি নিত্যযাত্রীদের

শনিবার বিশ্বকর্মা পুজো। আর শুক্রবার চলছে এই পুজোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব। বন্ধ রয়েছে বেশ কিছু বাস, অটো। এরফলে চরম ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। রাস্তায় কিছু দূর অন্তর বিশ্ব কর্মার পুজোর প্যান্ডেল। রাসবিহারী, গড়িয়াহাট, কসবা, টালিগঞ্জ, বেহালার মতো রুটগুলিতে অটোর সংখ্যা কমে গিয়েছে।

এমনিতেই কয়েকদিনের রাজনৈতিক মিটিং মিছিলে ভোগান্তির শিকার হয়েছেন নিত্য যাত্রীরা। কিন্তু শনিবার বিশ্বকর্মা পুজোর জন্য চলছে প্রস্তুতি। বিশ্ব কর্মা পুজোর সঙ্গে শহরে চলছে দুর্গাপুজোর প্রস্তুতিও।পুজোর শপিং-এর জন্য শনি ও রবিবার বিশেষ বাস চলছে শহরজুড়ে। এরফলে শপিং সেরে বাড়ি ফেরা আরও সহজ হয়েছে। এছাড়াও সপ্তাহ শেষে বাড়তি মেট্রো চলছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। অন্যদিকে কয়কেদিনের দুর্যোগ কেটে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে কলকাতার আকাশ। যদিও বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত জল জমে আছে। সোমবার সপ্তাহে ফের আরেকটি নিম্নচাপে রভ্রুকুটি তৈরি হয়েছে।

Comments are closed.