বৃহস্পতিবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গার্ডেনরিচের শিপিং ইয়ার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে বিকেলেই আবার দিল্লি রওনা দেবেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে রাষ্ট্রপতির বিশেষ বিমান। সেখান থেকে ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রপতির কনভয় রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবে। ১১.৫-এ রাজভবনে এসে পৌঁছবে কনভয়। সেখানে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এ যোগ দেবেন তিনি। রাজভবনে দুপুরের খাওয়া দাওয়া শেষে ১টা ১৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি গার্ডেনরিচের উদ্দেশে রওনা দেবেন।
ভারতীয় নৌসেনার ১৭তম প্রকল্পের ষষ্ঠ জাহাজ ‘বিন্ধ্যগিরি’-র সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত সে কারণেই তাঁর একদিনের কলকাতা সফর। দুপুর দুটো পঞ্চাশ মিনিট নাগাদ অনুষ্ঠান থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।
Comments are closed.