রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পদবীর সঙ্গে করোনাভাইরাসের জীবানু কোভিড ১৯-এর তুলনা করে এক প্রতিবেদনের শিরোনাম লেখায় ইংরেজি সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’কে নোটিস পাঠাল প্রেস কাউন্সিল।
সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। পরের দিন ‘দ্য টেলিগ্রাফ’ এই সিদ্ধান্তকে কটাক্ষ করে প্রথম পাতায় এক প্রতিবেদন প্রকাশ করে।
টেলিগ্রাফকে প্রেস কাউন্সিলের পাঠানো নোটিসে বলা হয়েছে, এই ঘটনা সাংবাদিকতার পরিপন্থী, সাংবাদিকতার নিয়ম ভাঙা হয়েছে৷ এর ফলে দেশের প্রথম নাগরিকের সম্মানহানি হয়েছে বলে মনে করছে কাউন্সিল।
প্রধান বিচারপতি থাকাকালীন রঞ্জন গগৈ রাফাল মামলার দুটি রায় দিয়েছিলেন। যা কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষে যায়। পরবর্তীতে তাঁর দেওয়া ঐতিহাসিক অযোধ্যা রামমন্দির মামলার রায়ও যায় কেন্দ্রের পক্ষেই। এই দুটি বিষয়ের উল্লেখ করে ওই প্রতিবেদনে রঞ্জন গগৈকে ‘রাফাল-অযোধ্যা জাজ’ বলেও উল্লেখ করা হয়েছে।
Comments are closed.