আসানসোল, পুরুলিয়া, বহরমপুর সহ বেশি কিছু জায়গায় আগেই সেঞ্চুরি করেছিল ডিজেল। লক্ষ্মীবারে কলকাতায় ১০০ গন্ডি পেরোলো ডিজেল। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ১৪ পয়সা। যার জেরে মূল্য বৃদ্ধির নিরিখে কলকাতা সহ দেশের সব শহরে রেকর্ড গড়ল ডিজেল। পাশাপাশি রুটিন মেনে এদিনও দাম বেড়েছে পেট্রোলের। কলকাতায় এদিন লিটার পিছু পেট্রোলের দাম ১০৮ টাকা ৭৮ পয়সা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী বুধবারের থেকে বৃহস্পতিবার ডিজেলের বেড়েছে লিটারপ্রতি ৩৬ পয়সা এবং পেট্রোলের দাম বেড়েছে ৩২ পয়সা। পেট্রোল বৃদ্ধির জেরেই ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে দেশের বিরোধী দলগুলি। জানা গিয়েছে মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাম্প কর্মীরা বৃহস্পতিবার কালো ব্যাচ লাগিয়ে কাজ করবেন। এসবের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। আর এর জেরে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।
এদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে পরিবহনে। আনুষ্ঠানিক ভাবে না হলেও বহু রুটের বাসেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কোনও কোনও রুটে বাস তুলেও নিচ্ছেন মালিকরা। এই পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে চুড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। সব মিলিয়ে পেট্রোল ডিজেলের এই ধারাবাহিক মূল্য বৃদ্ধি কথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।
Comments are closed.