১১ ডিসেম্বর রয়েছে প্রাথমিকে টেট পরীক্ষার্থী। পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবার পরীক্ষার আগে একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্নের ধরণ কেমন হবে? মাল্টিপেল চয়েস প্রশ্নের জন্য উত্তরের বিকল্পগুলো কটি করে থাকছে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পরীক্ষার আগেই ছাত্রছাত্রীদের একটি ধারণ হয়ে যাবে এই নমুনা প্রশ্নপত্র দেখে।
পর্ষদের তরফে আগেই সিলেবাস দিয়ে জানানো হয়েছিল, পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরের। মোট সময় থাকবে ১৫০ মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা ১ মিনিট করে সময় পাবেন। মোট পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। প্রতিটি বিষয় থেকে ৩০ নম্বরের প্রশ্ন থাকবে।
পর্ষদের তরফে মোট পাঁচটি বিষয় সিলেবাসে উল্লেখ করা হয়েছিল। সাবজেক্টগুলো হল, চাইল্ড ডেভলপমেন্ট এন্ড পেডগগি, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অঙ্ক এবং পরিবেশ বিদ্যা। সেই সঙ্গে পাঁচটি সাবজেক্টের কোন কোন বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে তা নিয়েও পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, অন্যান্য চাকরির পরীক্ষার মতো প্রাথমিকের টেট-এ কিন্তু কোনও নেগেটিভ মার্কিং থাকছে না।
Comments are closed.