চলতি বছরেই হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। বুধবার সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর হবে চলতি বছরের টেট । বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ, বৃহস্পতিবার দেওয়া হবে বিজ্ঞাপন। বৃহস্পতিবার সন্ধে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন পরীক্ষার্থীরা।
এদিন সাংবাদিক বৈঠক করে সংসদ সভাপতি বলেন, ২০২২-এ আমরা টেট নিয়েছিলাম। ২০২৩ সালেও আমরা টেট পরীক্ষা নিতে চলেছি। প্রাইমারি টিচার এলেজিবিলিটি টেস্ট বা ২০২৩ সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখে। রবিবার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত । গতবারে যেমন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলো সবটাই থাকছে। বায়োমেট্রিক উপস্থিতি, প্রত্যেকটি কেন্দ্রে ক্যামেরা নজরদারি সহ একগুচ্ছ বিধিনিষেধ থাকছে। সেই সঙ্গে সংসদে সভাপতি আরও জানান, গতবারের মতো টেটের OMR অ্যানসার শিট, তার অরিজিনাল কপি বোর্ড নেবে। কিন্তু, তার ডুপ্লিকেট কপি সঙ্গে প্রশ্নপত্রের বুকলেট বাড়িতে নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।
Comments are closed.