রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি, বেলুড় মঠে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বছরের শুরুতেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে মোদীকে, জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর রামকৃষ্ণ মিশন ১২৫ বছর পূর্ণ করবে। এই উপলক্ষ্যে ২০২২ সালের ১ মে থেকে টানা ১ বছর অর্থাৎ ২০২৩ সালের ১ মে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে রামকৃষ্ণ মিশন। এর উদ্বোধনী অনুষ্ঠান হবে বেলুড় মঠে। সেখানে আসতে পারেন নরেন্দ্র মোদী। বেলুড় মঠ সূত্রে খবর মোদী নিজেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
রামকৃষ্ণ মিশনের এক বছর ব্যাপী এই অনুষ্ঠানে সহযোগিতা করবে কেন্দ্র সরকার। গত বছর ১২ জানুয়ারি যুব দিবস উপলক্ষ্যে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেইসময় তিনি মঠেও একদিন ছিলেন তিনি। তবে এই সফরের আগে এপ্রিল মাসে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব মিলিয়ে আগামী বছর বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Comments are closed.