রোমে G20 সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দশকে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন। দুইদিনের সফরে তিনি দেখা করবেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও।
ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি আমন্ত্রণ জানিয়েছেন মোদীকে। এই দুদিনের সফরে ভ্যাটিকান সিটি সফর করবেন তিনি। ইতালিতে ভারতের রাষ্ট্রদূত নিনা মালহোত্র জানিয়েছেন, রোমে গান্ধীর মূর্তি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
মোদী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক হাল ফেরানো খুব গুরুত্বপূর্ণ। এবারের G20 সম্মেলনে আলোচনা হতে পারে আফগানিস্তান নিয়ে। উল্লেখ্য, এই মাসের শুরুতে রোম থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল ইতালি সরকার। কিন্তু কেন্দ্র মমতা ব্যানার্জিকে সেই সফরের অনুমতি দেয়নি।
Comments are closed.