চলতি মাসেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে করতে পারেন প্রথম সভা। বিজেপি সূত্রে এমন খবর পাওয়া গেলেও প্রধানমন্ত্রীর সফরসূচী চূড়ান্ত হয়নি। এই মাসে মোদী ছাড়াও রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। আর ভোটের আগে পঞ্চায়েত দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল ও বিজেপি। একদিকে যেমন এই মাসেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমন জানা গিয়েছে, আগামী সপ্তাহেই আসছেন জেপি নাড্ডা। দুদিনের জন্য রাজ্যে আসছেন তিনি। জেপি নাড্ডা হুগলীর চন্ডীতলায় সভা করতে পারেন। এরপর জানুয়ারি মাসের মাঝামঝি সময় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭ তারিখ বীরভূমে জনসভা করতে পারেন তিনি। রাজ্য বিজেপি সূত্রের খবর, অমিত শাহ ফিরে যাওয়ার পরেই আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি। সূত্রের খবর আগামী ২ মাসের মধ্যে রাজ্যে মোট ৬ টি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে মোট ১৪ টি জনসভা করবেন তিনি।
Comments are closed.