ক্রমেই বেড়ে চলছে বেসরকারি হাসপাতালের বেড ভাড়া। এবার সেই খরচে লাগাম টানতে চলছে ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, বছরে একবার সবোর্চ্চ ১০% ভাড়া বাড়ানো যাবে।
কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার ব্যানার্জি জানিয়েছেন, করোনা পরিস্থিতির এখন খানিকটা উন্নতির দিকে। তাই দুবছর পর বেসরকারি হাসপাতালগুলিকে ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে পানীয় জলের টাকাও নেওয়া হয় রোগীর পরিবারের কাছে। কিন্তু এবার থেকে সেটা নেওয়া যাবে না। এছাড়া স্যালাইন, ক্যানুলার, ক্যাথিটারের ভাড়া নেওয়া যাবে না। অর্থাৎ কমিশন নির্দেশিকায় জানিয়ে দিয়েছে, জেনারেল বেডে পানীয় জলের পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড ভাড়ার মধ্যেই থাকতে হবে আরএমও চার্জ এবং স্যালাইন, ক্যানুলা, সেন্ট্রাল লাইন, ক্যাথিটার ইত্যাদির চার্জ। অতিরিক্ত চার্জ করা যাবে শুধুমাত্র ভেন্টিলেশন, ট্র্যাকিওস্টোমি এবং একমো পরিষেবার ক্ষেত্রে।
উল্লেখ্য, কোভিড কালে বেসরকারী হাসপাতাগুলিকে বেড ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছিল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। এর ফলে ২০২০ সালে ১ মার্চ থেকে বেড ভাড়া বাড়েনি। সোমবার সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয় কমিশন। কিন্তু নতুন নির্দেশিকা জারি করে কমিশন জানিয়ে দিয়েছে, বছরে একবার সবোর্চ্চ ১০% ভাড়া বাড়ানো যাবে।
Comments are closed.