প্রিয়াঙ্কা গান্ধীর প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বিজেপির বিভিন্ন নেতাই কটাক্ষ হানছেন, কংগ্রেস ব্যক্তি এবং পরিবারকেন্দ্রীক রাজনীতিতে আরও একধাপ এগোল বলে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এপ্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেন, প্রিয়াঙ্কা গান্ধীকে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি করে কংগ্রেস প্রমাণ করল রাহুল গান্ধী ব্যর্থ। সম্বিতের খোঁচা, কংগ্রেস রাজনীতি শুধু একটি পরিবারের ওপরই নির্ভরশীল। বিজেপির শীর্ষ নেতারা যখন প্রিয়াঙ্কা গান্ধীর প্রত্যক্ষ রাজনীতিতে আসাকে শুধুমাত্র ‘হেল্প সাপোর্ট’ বলে কটাক্ষ করছে, তখন বিহারে বিজেপির জোট সঙ্গী নীতীশ কুমারের জেডিইউ-এর সেকেন্ড ইন কমান্ড প্রশান্ত কিশোর একরকম প্রশংসাই করেছেন কংগ্রেসের সিদ্ধান্তের। রাজনীতিতে স্বাগত জানালেন প্রিয়াঙ্কাকে।
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে স্ট্রাটেজিক প্রশান্ত কিশোরের প্রচার পরিকল্পনায় পদ্ম শিবির সাফল্য পেয়েছিল। একথা বিজেপি শিবির প্রকাশ্যেই স্বীকার করেছে। অন্যদিকে, কিছুদিন আগে নীতীশ কুমার মন্তব্য করেছিলেন, বিজেপি সভাপতির পরামর্শেই তাঁর দলে প্রশান্ত কিশোরকে জায়গা দেন তিনি। এই প্রশান্ত কিশোর বুধবার প্রিয়াঙ্কার প্রত্যক্ষ রাজনীতিতে আসার প্রতিক্রিয়ায় ট্যুইট করেন, ভারতীয় রাজনীতিতে সবচেয়ে প্রতীক্ষিত ব্যক্তিত্বের অভিষেক হলো। প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার সময়, ভূমিকা বা অবস্থান নিয়ে অনেকে তর্ক জুড়তে পারেন। কিন্তু তাঁর কাছে কংগ্রেস ও প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত একটা বড় খবর। তিনি রাজনীতির ময়দানে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কাকে।
Comments are closed.