ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ায়ালের সমর্থনে প্রচারে নামলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার প্রচারে এসেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ আনে পুলিশ। কোভিড বিধি ভঙ্গ করে তিনি প্রচার করছিলেন বলে অভিযোগ আনে পুলিশ। এমনকি ১৪৪ ধারা লঙ্ঘন করে তিনি প্রচারে নামে বলে অভিযোগ আনে পুলিশ।
পুলিশের কথায় অস্ত্র হাতে নিয়ে প্রচার করছিলেন প্রিয়াঙ্কা ও সুকান্ত মজুমদার। মঙ্গলবারও কোভিড বিধি ভঙ্গ করে প্রচার করছেন প্রিয়াঙ্কা বলে অভিযোগ আনে পুলিশ। নির্বাচনী প্রচারে ৪ জনের বেশি সমর্থক নিয়ে প্রচার করছেন তিনি। পালটা পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশ্নের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রিয়াঙ্কা। এরপর ফের বুধবার নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রচার করার অভিযোগ প্রিয়াঙ্কার বিরুদ্ধে। এদিনও পুলিশের বাধা না মেনে উলটে তর্কে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। অন্যদিকে এদিন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। ভবানীপুর গুরুদ্বারের পর তিনি প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। সুত্রের খবর পেট্রোলিয়ামমন্ত্রী লর্ড সিনহা রোডে করবেন পথসভা।
Comments are closed.