ডিজিটাল দুনিয়ায় বিশেষ করে করোনার পর থেকে ক্যাশলেস লেনদেন বেড়েই চলছে। বর্তমানে দেশের একটি বড় অংশের মানুষ বিভিন্ন payment app ব্যবহার করে কেনাকাটি থেকে শুরু করে অন্যান্য লেনদেন করে থাকেন। আর ডিজিটাল অ্যাপগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় Google Pay. বেশির ভাগ মানুষই টাকা পাঠানোর জন্য গুগুল পে ব্যবহার করে থাকেন। তবে সাইবার বিশেষজ্ঞদের মতে মাঝে মাঝে Google Pay-এর UPI আইডি বদল করা উচিত। আসুন এক নজরে দেখা নেওয়া যাক, কীভাবে Google Pay-এর UPI আইডি বদল করবেন।
Google Pay হল একটি ইউপিআই ভিত্তিক অ্যাপ। এই ইউপিআইয়ের মাধ্যমে ব্যাঙ্কের সঙ্গে গুগুল পে লিঙ্ক করা থাকে। অ্যাপ ইন্সটল করার সঙ্গে সঙ্গে ব্যাহারকারীদের জন্য একটি স্বয়ংক্রিয় ইউপিআই তৈরি হয়। এই ইউপিআই পরিবর্তন করতে হলে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করতে হবে ব্যবহারকারীদের। প্রথমে গুগুল পে অ্যাপ খুলে ব্যবহারকারীকে নিজের ছবিতে ক্লিক করতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর Manage UPI ID-তে ট্যাপ করতে হবে। এরপর ব্যবহারকারীরা ইউপিআই আইডির জন্য বেশ কয়েকটি বিকল্প পাবেন। সেখান থেকে বিকল্পটি নির্বাচন করতে হবে। তাহলেই নতুন UPI ID সেট হয়ে যাবে।
প্রসঙ্গত ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ার পাশপাশি বেড়েছে সাইবার প্রতরণাও। কোনও অজানা লিঙ্কে ক্লিক করলেই মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অবস্থায় সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে প্রতিনিয়ত সচেতনার কাজ চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে গুগুল পে থেকে শুরু করে অন্যান্য পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীদের নিয়মিত পাসওয়ার্ড বদল থেকে শুরু করে অন্যান্য সচেতনতা মূলক পদক্ষেপ নিতে পরমার্শ দিচ্ছে সাইবার বিশেষজ্ঞরা।
Comments are closed.