অ্যাপের মাধ্যমে দেশের মানুষের কাছে দ্রুত ঋণ পৌঁছে দিতে চায় গুগল

নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে দ্রুত সাধারণ মানুষের কাছে ঋণ পৌঁছে দিতে চায় গুগল। মঙ্গলবার দিল্লিতে গুগলের বার্ষিক এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন সংস্থার নেক্সট বিলিয়ন ইউজার্স ইনিশিয়েটিভ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত। সিজার এদিন বলেন, দেশের এক কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে গুগলের ডিজিটাল পেমেন্ট সার্ভিসের আওতায় নিয়ে আসাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। গুগলের ডিজিটাল পেমেন্ট অ্যাপ ‘তেজ’এর নাম পরিবর্তন করে ‘গুগল পে’ করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই ‘গুগল পে’র সঙ্গে হাত মিলিয়েছে দেশের চারটি ব্যাঙ্ক। ফেডেরাল ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হয়েছে গুগলের। এর ফলে এই অ্যাপ ব্যবহারকারীদের দ্রুত ঋণ পেতে সুবিধা হবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। দেশের আরও ব্যাঙ্কের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চলছে বলে গুগলের তরফে জানানো হয়েছে।

Comments are closed.