দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শপথ নেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। গোয়ার তেলিগাঁওয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠান।
গোয়ায় বিজেপির জয়ের পর কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয় একটা জল্পন তৈরী হয়। এরপর গত ২১ মার্চ কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানিয়ে দেন প্রমোদ সাওয়ান্তই হবেন গোয়ার মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর এই পাঁচ রাজ্যের মধ্যে গোয়া নিয়ে একটা সংকট দেখা দিয়েছিল। বিভিন্ন সমীক্ষায় দেখা দিয়েছিল, গোয়ার ফলাফল ত্রিশঙ্কু হতে পারে। কিন্তু ফলাফল ঘোষণার দিন দেখা যায় জয়ী হয়েছে বিজেপি। জিতেছেন প্রমোদ সাওয়ান্ত।
Comments are closed.