পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম, সাইকেল নিয়ে সংসদে তৃণমূল সাংসদরা, দেখুন সেই ছবি-ভিডিও

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। অধিবেশনের শুরুর দিনই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চেপে অধিবেশনে তৃণমূল সাংসদরা। পেট্রোলের দাম ১০০ পেরিয়ে গেছে। তাই গাড়ি চেপে অধিবেশনে আসা সম্ভব নয়। তাই এই অভিনব প্রতিবাদ।

এর আগেও বিধানসভার অধিবেশনেও তৃণমূল বিধায়ককে সাোইকেল চালিয়ে অধিবেশনে আসতে দেখা গিয়েছিল। এবার সংসদের অধিবেশনেও তৃণমূল জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছে। এদিন সাংসদ কল্যাণ ব্যনার্জির সাইকেলের সামনে প্লাকার্ড লাগানো ছিল। তাতে লেখা ছিল ‘গ্যাস প্রাইস লুট’।

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও দেখা গেছে সাইকেলে। সকলের সাইকেলের সামনে লেখা ছিল ‘গ্যাস প্রাইস লুট’।টুইটে একটি ভিডিওতে দেখা গেছে, সংসদ ভবনের বাইরে সাইকেল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা।

জানা গেছে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ ছাড়াও অগ্নিমূল্য রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ভ্যাকসিনের অমিল, কৃষি বিল প্রত্যাহার সহ একাধিক ইস্যুতে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কেন্দ্র কতটা প্রস্তুত, তাও জানতে চাইবেন বিরোধীরা। জানা গেছে, তৃণমূল সাংসদরা কেন্দ্রের কাছে জানতে চাইবেন, বাংলা প্রয়োজনের তুলনায় অনেক কম ভ্যাকসিন পাচ্ছে কেন? যদিও বিজেপির সাংসদরা বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেই জানা গেছে।

Comments are closed.