ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধ উঠলো। ওই রুটে ট্রেন চলতে শুরু করেছে। দেরিতে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন পরিষেবা। তবে সকাল থেকে ট্রেন অবরোধের জেরে বেশ কিছু ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সেই সঙ্গে অনেক ট্রেনই লেটে চলছে।
রেল কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পরেই অবরোধ তুলে নিয়েছে প্যাসেঞ্জার ফোরাম ও স্থানীয় নাগরিকদের যৌথমঞ্চ।
স্টেশনে একটি ফুট ওভারব্রিজের দাবিতে সোমবার সকাল থেকেই ব্যারাকপুরের স্থানীয় বাসিন্দারা এবং প্যাসেঞ্জার ফোরাম ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধ শুরু করেছিল। যার ফলে সপ্তাহের প্রথমেই শিয়ালদহের মেন শাখায় ট্রেন চলাচল থেমে যায়। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়ে নিত্যযাত্রীরা। এই অবস্থায় দফায় দফায় অবরোধ কারীদের সঙ্গে আলোচনায় বসে রেলের আধিকারিকরা। অবশেষে আশ্বাস মেলায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, ব্যারাকপুর স্টেশনে একটি ফুট ওভারব্রিজ ছিল। সেটির মাধ্যমে এক নম্বর স্টেশন থেকে চার নম্বর স্টেশনে যাওয়া যেত। ফ্লাইওভারটি থাকায় ব্যারাকপুরবাসীর এপার থেকে ওপার করা, স্টেশন থেকে রাস্তায় নামা, রাস্তা থেকে স্টেশনে ওঠায় খুব সুবিধা হত। কিন্তু লোকডাউনে সময় ওই ব্রিজের কিছু অংশ কেটে বাদ দিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এখন শুধু চার নম্বর স্টেশন থেকে দু নম্বর স্টেশনে যাওয়া যায়। যে কারণে বাস স্ট্যান্ড বা রাস্তায় যেতে বেশ ঘুরে যেতে হয়। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও ফুট ওভারব্রিজ মেরমতি করা হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ। এদিন সেই দাবিতে রেল অবরোধ শুরু করে নাগরিক ও প্যাসেঞ্জার ফোরাম।
Comments are closed.