রাজ্যের মুকুটে নয়া পালক; পাঁচ বছরে রাজ্যে ১০% গরিব কমেছে, রিপোর্ট নীতি আয়োগের 

ফের নজির তৈরি করল বাংলা। পাঁচ বছরে রাজ্যে গরিব মানুষের সংখ্যা কমেছে ১০%। এমনটাই দাবি করা হয়েছে নীতি আয়োগের রিপোর্টে। 

 রিপোর্ট অনুযায়ী, ২০১৫-১৬ সালের ‘ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে’-তে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল’ গরিব মানুষের হার ছিল ২১.২৯%. যা বর্তমানে ২০১৯-২০২১ সালে হয়েছে ১১.৮৯ শতাংশ। শুধু টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টি সহ জীবনের অন্যান্য মাপকাঠিতেও এই সার্ভে করা হয়েছে। সেই সঙ্গে রিপোর্টে আরও একটি তাৎপর্যপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।  

রিপোর্টে বলা হয়েছে, জেলাভিত্তিক রিপোর্টে শতাংশের নিরিখে পুরুলিয়ার গরিবের সংখ্যা সর্বাধিক কমেছে। এছাড়াও জেলাগুলোর তালিকায় রয়েছে, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের মতো জেলাগুলোও। 

রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের মতে, রাজ্য সরকার যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে এটি তারই ফল। মূলত লক্ষীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পগুলো গ্রামের প্রান্তিক মানুষের জীবনযাপনে বিরাট পরিবর্তন এনেছে বলে প্রশাসনিক আধিকারিকরা দাবি করেছেন। 

Comments are closed.