বুধবার বাংলায় তৃণমূল এবং বিজেপি দুই দলেরই হেভিওয়েটদের একাধিক কর্মসূচি। এদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে জনসভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির।
মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা উত্তরবঙ্গের কোচবিহার উত্তর কেন্দ্রে। তারপর দক্ষিন কলকাতায় জোড়া জনসভা মমতার। প্রথম সভাটি করবেন যাদবপুরে। দ্বিতীয় সভা টলিগঞ্জে।
বুধবার তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জিরও একাধিক কর্মসূচি রয়েছে। দুটি জনসভা এবং একটি রোড-শো করবেন তিনি। প্রথম জনসভা হুগলি জেলার সপ্তগ্রাম কেন্দ্রে। এরপর হুগলিরই চাঁপদানিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করবেন। জনসভার পাশাপাশি হাওড়ার শিবপুরে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে রোড-শো করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার ফের রাজ্যে। চতুর্থ দফার ভোটের আগে রাজ্যে তাঁরও একাধিক কর্মসূচি রয়েছে। হুগলির সিঙ্গুরে রোড-শো করেন শাহ। এরপর ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জির সমর্থনে রোড-শো। তারপর মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র, এবং বেহালা পূর্বে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড-শো করবেন।
পথে থাকছে সংযুক্ত মোর্চাও। বুধবার বিকেলে ঢাকুরিয়া থেকে মহা মিছিল বেরোবে। হাজির থাকবেন অধীর চৌধুরী, বিমান বসু প্রমুখ।
সবমিলিয়ে চতুর্থ দফার ভোটের প্রচারের একেবারে শেষ লগ্নে ঝড় তুলতে প্রস্তুত সবাই।
Comments are closed.