শুক্রবার অর্থাৎ ২৭ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভ্যাল। শহরের একাধিক বড় পুজোগুলো একের পর এক প্রতিমা নিয়ে রেড রোডে হাজির হবে। বর্ণাঢ্য এই অনুষ্ঠান দেখতে অসংখ্য মানুষের জমায়েত হবে রেড রোডে। কার্নিভ্যাল চলাকালীন সেদিন একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এদিন কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞতি জারি করা জানানো হয়েছে, কার্নিভ্যালের দিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে কোন কোন রাস্তা খোলা থাকবে।
শুক্রবার রেড রোড এবং তার আশেপাশের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত সেখানে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। এরপর যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ রেড রোডে যানচলাচল বন্ধ থাকবে। পাশপাশি ওই দিন এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
Comments are closed.