পুজোয় সারারাত ঠাকুর দেখবেন! জেনে নিন অতিরিক্ত মেট্রোর সময় সূচি 

পুজো উপলক্ষ্যে বিশেষ মেট্রো। প্রতি বছরের মতো এবছরও পুজোর কয়েকটা দিন সারারাত মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে পুজোর উপলক্ষ্যে মেট্রোর সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

পঞ্চমী এবং ষষ্ঠীতে মোট ২৮৮টি মেট্রো চলবে। যার মধ্যে ১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন চালবে। সকাল ৬টা ৫০ থেকে পরিষেবা শুরু হবে, চলবে মধ্যরাত পর্যন্ত। দিনের ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। বাকি মাঝরাতে ১০-২০ মনিট অন্তর মেট্রো মিলবে। 

পঞ্চমী এবং ষষ্ঠীর দিন প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে যথাক্রমে, সকাল ৬টা ৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। সকাল ৬টা ৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ, সকাল ৬টা ৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সকাল ৭টা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। 

এদিকে পঞ্চমী, ষষ্ঠী শেষ মেট্রোর সময়সূচী হল, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ১০টা ৩৮ মিনিটে। 

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১০টা ৪০ মিনিটে এবং রাত ১০টা ৫০ দমদম থেকে কবি সুভাষ। 

আবার সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রো ২৪৮টি ট্রেন যার মধ্যে ১২৪টি আপ এবং ১২৪টি ডাউন চালাবে। মেট্রো চলবে বেলা ১২টা ৫৫ থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত। আগের দিনের মতো ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। 

এই তিন দিন ১২টা ৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো। বেলা ১টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য প্রথম মেট্রো ছাড়বে। বেলা ১টা দমদম থেকে কবি সুভাষ। বেলা ১টা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। এবং শেষ পরিষেবা ভোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ভোর ৩টে ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরও ওই একই সময়ে। এবং ভোর ৪টেয় কবি সুভাষ থেকে দমদম এবং একই সময় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো রওনা দেবে। 

এছাড়াও দশমী, একাদশী, দ্বাদশীতেও থাকছে বিশেষ মেট্রো। 

Comments are closed.