বিয়ে করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। দ্বিতীয়বার সংসার বাঁধতে চলেছেন তিনি। রাজনীতির কারণেই প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর আবাসেই অনাড়ম্বর ভাবে বিয়ের আসর বসতে চলেছে। পাত্রী গুড়প্রীত কৌর। জানা গিয়েছে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ হাতেগোনা কয়েকজন উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে।
ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গুড়প্রীত কৌর পেশায় চিকিৎসক। ভগবন্ত মানের প্রাক্তন লোকসভা কেন্দ্র সঙ্গরুরে প্র্যাকটিস করতেন তিনি। ২০১৪ সালে সঙ্গরুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর গান ও অভিনয়ের জগৎ থেকে সরে আসার সিধান্ত নেন মান। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর প্রথম পক্ষের স্ত্রী। ৪৮ বছর বয়সে মুখ্যমন্ত্রীর প্রথম বিয়ে ভাঙে। বর্তমানে তাঁর প্রথম স্ত্রী এবং সন্তানেরা আমেরিকায় থাকেন।
Comments are closed.