ভক্তদের জন্য সুখবর, ফের খুলছে পুরীর মন্দির 

১ ফেব্রুয়ারি থেকে ফের সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে পুরীর মন্দির। যদিও মন্দিরে প্রবেশ করতে হলে ভক্তদের বেশকিছু শর্ত মানতে হবে। যেমন করোনার টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে, টিকার দুটি ডোজের সার্টিফিকেটও লাগবে বলে জানা গিয়েছে। 

করোনা মহামারীর জেরে বন্ধ হয়ে গিয়েছিল পুরীর মন্দির। তবে মহামারীর প্রকোপ কিছুটা কমায় ২০২১ মাঝামাঝি মন্দির খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মন্দির খুলতেই ভক্তদের ঢল নামে জগন্নাথ ধামে। এই আবহে নতুন বছরের শুরুতেই করোনার তৃতীয় ঢেউয়ে ফের দেশ জুড়ে কিছু বিধিনিষেধ লাগু হয়। যার জেরে চলতি বছরের ১০ জানুয়ারি ফের সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। 

উল্লেখ করোনার তৃতীয় ঢেউয়ে দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে চিকিৎসকদের একটি অংশ  মন্দির খোলার সিদ্ধান্তের সমালোচনা করছেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। 

Comments are closed.