ভূমিকম্পে কেঁপে উঠল পুরী। সোমবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোটেল থেকে বাইরে বেরিয়ে আসেন পর্যটকরা। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পন হয়েছে। যদিও এই ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
ন্যাশানাল সিসমোলজি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল পুরীর পূর্ব থেকে ভূবনেশ্বেরের পূর্ব-দক্ষিণ -পূর্ব থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার দূরে।
এদিন বাংলাদেশের ঢাকাতেও ভূকম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও সূত্রের খবর।
Comments are closed.