কলকাতা মেট্রোয় এবার QR কোড যুক্ত কাগজের টিকিট; জানুন, কোন স্টেশন থেকে মিলবে নতুন টিকিট 

কলকাতা মেট্রোর আরও এক চমক। প্রচলিত টিকিটের পাশাপাশি মেট্রোতে এবার চালু হয়ে গেল কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট। তবে এখনই সব স্টেশন থেকে নয়া এই টিকিট মিলবে না। 

পূর্ব নির্ধারিত সূচি মেনে বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের শিয়ালদহ স্টেশনে চালু হয় এই টিকিট পরিষেবা। এবার থেকে যাত্রীরা শুধুমাত্র শিয়ালদহ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে এই  QR Code যুক্ত কাগজের টিকিট পাবেন। এবং এই বিশেষ টিকিট ব্যবহার করে ইস্ট-ওয়েস্ট করিডোরের যে কোনও স্টেশনে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। নতুন ধরনের এই টিকিট আগামী দিনে আরও বেশি বেশি করে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। 

আপাতত ইস্ট-ওয়েস্ট রুটে পরীক্ষামূলক ভাবে নতুন এই টিকিট চালু করা হচ্চে। যাত্রীদের প্রতিক্রিয়া দেখে পরে ধীরে ধীরে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং জোকা-তারাতলা লাইনেও চালু করা হবে।

Comments are closed.