৬ তারিখ থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাজির বাজার বসছে। বিগত কিছু বছর ধরে প্রশাসন অনুমোদিত বিভিন্ন বাজির বাজার থেকেই পরিবেশবান্ধব বাজি বিক্রি হয়ে আসছে।
তবে এবছর বৈধ বাজির ক্ষেত্রে NEERI-র তরফে ছাড়পত্র পাওয়া বাজিই কেবল বৈধ বলে জানান হয়েছে। কোন বাজিটি বৈধ কোনটি অবৈধ তা বুঝতে এবার কিউআর কোড স্ক্যানের বিশেষ ব্যবস্থা থাকছে।
NEERI র নিজস্ব অ্যাপ কিংবা মোবাইলের QR কোড স্ক্যানার দিয়ে বাজির বাক্সের QR কোড স্ক্যান করলেই ক্রেতারা বাজি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। স্ক্যান করলেই মিলবে পরিবেশ বান্ধব সার্টিফিকেট।
পরিবেশবান্ধব বাজির সার্টিফিকেট না থাকলে সেই বাজি নিয়ে ক্রেতারাও সমস্যায় পড়তে পারেন। যদিও বাজি ব্যাবসায়ীদের তরফে জানানো হয়েছে,
প্রশাসন অনুমোদিত বাজারগুলি থেকে বাজি কেনার ক্ষেত্রে যদি ক্রেতারা সঠিক বিল জোগাড় করে রাখেন তবে সেই বিলও পুলিশ চেকিং-এর সময় তাঁরা দেখাতে পারবেন।
Comments are closed.