পরিবেশ রক্ষার খাতিরে গত কয়েক বছরের মতো এ বছরও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং বেলেঘাটার সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যে কারণে কলকাতা পুরসভার তরফে ওই দুই সরোবরের গেটও বন্ধ রাখা হচ্ছে। শনিবার রাত ১০টা থেকে ২০ তারিখ দুপুর দুটো পর্যন্ত রবীন্দ্র সরোবরের গেট বন্ধ রাখা হচ্ছে।
রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো বন্ধ থাকায়, কলকাতা পুরসভার তরফে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পুরসভার তরফে বিভিন্ন ওয়ার্ডে মাটি খুঁড়ে কৃত্রিম জলধারা নির্মাণ করা হয়েছে। যাতে করে পুজোতে কোনও অসুবিধে না হয়।
Comments are closed.