‘তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদঘাটন সূর্যের মতন’, বিশ্বকবির জন্মদিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর
”দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে”। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী। এদিন সকালে ফেসবুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, আমাদের মননে, চিন্তনে চিরঅধিষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।
এদিন টুইটারে কবিগুরুকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। লেখেন, গুরুদেব ঠাকুরকে তাঁর জয়ন্তীতে প্রণাম। চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। আমাদেরকে জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন। দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন কবিগুরু, আমরা সেই স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
I bow to Gurudev Tagore on his Jayanti. In thought and action, he continues to inspire millions of people. He taught us to be proud of our nation, culture and ethos. He emphasised on education, learning and social empowerment. We are committed to fulfilling his vision for India. pic.twitter.com/O4iuz10iP4
— Narendra Modi (@narendramodi) May 9, 2022
রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। দিনভর তাঁর লেখা কবিতা, গানে, গল্পে ও নাচে কবি স্মরণের অনুষ্ঠান হবে। শুধু এ রাজ্য বা দেশ নয়, বিদেশেও পালন করা হবে বিশ্বকবির জন্মদিন।
Comments are closed.