পর্যটন সার্কিটে এবার জায়গা পাচ্ছে কবিগুরুর সমাধিস্থল; জানালেন মেয়র

দিল্লিতে বাংলার পর্যটন প্যাকেজ রয়েছে। রাজ্যের দ্রষ্টব্য স্থানগুলো সেই প্যাকেজে জায়গা পেয়েছে। এবার সেই দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে জায়গা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলা শ্মশানঘাট। বাইশে শ্রাবণে কবিগুরুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জানালেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

গঙ্গারধারে নিমতলা ঘাট চত্বর ইতিমধ্যেই সৌন্দর্যের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা ও রাজ্যের পর্যটন দফতর। এদিন মেয়র জানান, মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে ইতিমধ্যেই একটি পর্যটন সার্কিট তৈরি হয়েছে। এবার কবিগুরুকে নিয়েও একটি সার্কিট তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের পর্যটন দফতরের। যাঁরা কবিগুরু সম্পর্কে জানতে চান, তাঁর এই উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন। নতুন এই সার্কিটে থাকবে, বোলপুর শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার সঙ্গে যুক্ত করা হচ্ছে নিমতলা শ্মশানঘাট লাগোয়া কবিগুরুর সমাধিস্থল।

Comments are closed.