রাহুল গান্ধীকে ‘শিবভক্ত’ বলে প্রচার মধ্যপ্রেদেশ কংগ্রেসের

সোমবার এক রোড শোয়ের মাধ্যমে মধ্য প্রদেশে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ১৪ কিমি দীর্ঘ এই রোড শো ছাড়াও রাহুল এদিন একটি জনসভা ও দলীয় সভায় অংশ নেন। মানস সরবর যাত্রা থেকে ফিরেই মধ্য প্রদেশ ভোট প্রচারে ঝাঁপাতে চলেছেন রাহুল। রাহুলের প্রচার কর্মসূচি ও রোড শো ঘিরে মধ্য প্রদেশ কংগ্রেসের তরফেও জোর কদমে প্রচার চালানো হয়েছে। এই প্রচারেই ব্যবহৃত পোস্টারে রাহুল গান্ধীকে শিবভক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে, বিজেপির পালের হাওয়া টানতেই ভোটের প্রচারে সুকৌশলে এই শিব ভক্তির আশ্রয় নিয়েছে কংগ্রেস। রাজাভোজ বিমান বন্দরে নেমে এদিন রাহুল প্রথমে এক মন্দিরে যান ভগবানের আশীর্বাদ নিতে। উল্লেখ্য, ৩১ অগাস্ট মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন রাহুল। প্রায় ১২ দিনের এই সফর সেরে দিন চারেক আগেই ফিরেছেন রাহুল। রাহুলের এই মানস সরোবর যাত্রার পরেই তাঁকে শিব ভক্ত হিসাবে উল্লেখ করায় রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও একে গুরুত্ব দিতে নারাজ বিরোধী বিজেপি। তাদের কটাক্ষ, রাহুল এর আগে যেখানে যেখানে ভোট প্রচারে গেছেন সেখানেই হেরেছে কংগ্রেস, তাই এই নিয়ে মাতামাতির কিছু নেই। মাস চারেক আগে কর্ণাটকে বিধান সভার ভোট প্রচার চলাকালীনই রাহুল জানিয়েছিলেন তিনি মানস সরোবর যাত্রায় যাবেন।
পিছিয়ে নেই বিজেপিও। সূত্রের খবর, আগামী ২৫ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাত ধরেই মধ্যপ্রদেশে ভোটের প্রচারে নামবে বিজেপি।

Comments are closed.