দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক সারলেন মমতা ব্যানার্জি, দেখুন ছবি

দিল্লি সফরের তৃতীয় দিনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সাংসদ মমতা ব্যানার্জি। দিল্লিতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে এই বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়, ডেরেক ও’ব্রায়েন ছাড়াও স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত শুক্রবারই তৃণমূল সংসদীয় দলের চেয়ারপার্সন হন মমতা ব্যানার্জি। এরপর ৫ দিনের সফরে দিল্লি যান মমতা ব্যানার্জি। আর দিল্লিতেই এই প্রথম তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠকে বিজেপি বিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা হয়।

মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক শেষে বিরোধী জোট হবে বলেই আশা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদরা। বৈঠকের পর তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, দেশে বিজেপি বিরোধী প্রধান মুখ এখন মমতা ব্যানার্জি। তাঁকেই আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। দলনেত্রীর নেতৃত্বেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামব।

এদিন সব সাংসদদের মুখেই শোনা যায় এক কথা। বাদল অধিবেশন চলাকালীন মমতা ব্যানার্জির উপস্থিতি সকলকে উজ্জীবিত করেছে বলে জানান সাংসদরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি। সন্ধ্য়ায় অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে মমতা ব্যানার্জির সাক্ষাৎ হয়। ওইদিন দুপুরে কংগ্রেস নেতা কমল ও আনন্দ শর্মা সঙ্গেও দেখা করেন মমতা ব্যানার্জি।

Comments are closed.