ফের প্রত্যাবর্তন রাহুল গান্ধীর। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পর সাংসদ পদ ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধী। এবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন কংগ্রেস সাংসদ। লোকসভার সচিবালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ’কথা জানিয়েছে।
মোদী পদবি মামলায় গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দু’বছরের জেলের সাজা শুনিয়েছিল রাহুল গান্ধীকে। ওই নির্দেশের পর সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী। সেই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্যপদও হারাতে হয়েছিল তাঁকে।
গত ৪ আগস্ট দেশের শীর্ষ আদালত রাহুল গান্ধীর মামলায় সাজার নির্দেশে স্থগিতাদেশ জারি করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ৪৮ ঘন্টার মধ্যেই রাহুল গান্ধী তাঁর সাংসদ পদ ফিরে পান। এবার সংসদীয় কমিটিতেও পুনরায় জায়গা পেলেন।
এদিকে রাহুল গান্ধীর সংসদীয় স্থায়ী সমিতিতে ফেরার পর ফের একবার বিরোধী জোটের কটাক্ষের শিকার হয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝাঁজালো ভাষায় আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। স্থায়ী সমিতির সদস্য পদ ফিরে পাওয়ার পর কী প্রতিক্রিয়া দেন এখন সেটাই দেখার।
Comments are closed.