শেষমেষ সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী। ৪ মাস পর লোকসভায় প্রত্যাবর্তন কংগ্রেস নেতার। সোমবারই লোকসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানান হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ওয়ানড়ের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছাসে ফেটে পড়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাহুল গান্ধীর বাস ভবনের সামনে ভিড় জমাতে শুরু করে হাত শিবিরের নেতা কর্মীরা।
এদিন সকালেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ সহ জরুরি কাগজপত্র লোকসভার স্পিকাররর কাছে পাঠানো হয়েছে দলের তরফে। সেই সঙ্গে আর্জি জানানো হয়েছে, যাতে দ্রুত রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। তা না হলে দেশজুড়ে আন্দোলন শুরু করবে কংগ্রেস। এদিকে মঙ্গলবার সাংসদ অধিবেশন রয়েছে। তার আগেই সংসদে প্রত্যাবর্তন করছেন রাহুল গান্ধী।
শুক্রবার রাহুল গান্ধীকে নিয়ে নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি উল্লেখ করে সচিবালয়ের তরফে বলা হয়েছে, আগামী দিনে কোর্টের নির্দেশ আসা পর্যন্ত রাহুল গান্ধীর সাংসদ পদ বহাল থাকবে।
Comments are closed.