আমেঠী থেকেই লড়বেন রাহুল, প্রিয়াঙ্কা মোদীর বিপরীতে! যা জানাল কংগ্রেস 

লোকসভা ভোট নিয়ে ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করেছে সব পক্ষ। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেস সহ বিরোধী জোট ইতিমধ্যেই লড়াই শুরুর প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় শুক্রবার কংগ্রেসের তরফে একটি বড় ঘোষণা করা হল। কংগ্রেসের নব নিযুক্তি উত্তর প্রদেশের সভাপতি অজয় রাই জানিয়ে দিলেন গত বারের মতো এবারও আমেঠী থেকেই ভোটে লড়বেন রাহুল গান্ধী। সেই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি জানান, উত্তর প্রদেশেরই কোনও আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়তে পারেন।

কংগ্রেসের প্রদেশ সভাপতির এ ধরণের বক্তব্যের পর জল্পনা ছড়িয়েছে তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী থেকে কংগ্রেস এবারে প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনে লড়াবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীই হবে কংগ্রেসের হাতিয়ার! দলের অন্দরে সুবক্তা হিসেবেই পরিচিত প্রিয়াঙ্কা গান্ধী। মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হন কিনা এখন সেটাই দেখার।

উল্লেখ্য এর আগে আমেঠী গান্ধী পরিবারের গড় হিসেবে পরিচিত ছিল। রাজীব গান্ধীও ওই আসন থেকে লড়েছেন। পরে রাহুল গান্ধীও লড়েন। যদিও ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। আমেঠী কংগ্রেসের হাত ছাড়া হয়।

Comments are closed.