হাড় কাঁপানো ঠাণ্ডায় নাজেহাল দশা দিল্লি সহ গোটা উত্তর ভারতের। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বিমান ওঠা-নামাতেও সমস্যা দেখা দিয়েছে। দিল্লিতে তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রিতে। প্রবল ঠাণ্ডার কারণে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতি আরও ২ থেকে ১ দিন চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।
সোমবারের পর মঙ্গলবারও রাজধানী দিল্লির আকাশে সূর্যকে দেখা যায়নি। ঘন কুয়াশার জেরে দিল্লি ও সংলগ্ন এলাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে। উত্তর ভারতের রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে। ৩৬টি ট্রেন দেরীতে চলছে। দেরীতে উড়ছে বিমান। দিল্লি থেকে কাঠমান্ডু, জয়পুর, শিমলা,দেরাদুন, চণ্ডীগড় ও কুল্লুর বিমান দেরীতে উড়ছে। এরমধ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে মৌসম ভবন। তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে।
উল্লেখ্য, শৈত্যপ্রবাহের জেরে ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির স্কুলগুলি ও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের প্রশাসন।
Comments are closed.