সারারাত ঠাকুর দেখে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তাই দুর্গাপুজোয় একগুচ্ছ স্পেশাল ট্রেন চালয়েছিল রেল। কালীপুজোতে এবার গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। যদিও তা চলবে শুধু শিয়ালদহ শাখায়। মূলত দর্শনার্থীদের জন্যই এই বিশেষ ব্যবস্থা লোকাল বলে রেল জানিয়েছে।
কালীপুজো মানেই বারাসত-মধ্যমগ্রাম। প্রতি বছরই এই দু’জাগায় ব্যাপক ভিড় হয়। সারারাত ধরে চলে ঠাকুর দেখা। সেই সাথে নৈহাটির বড় কালী মা’র পুজোতেও প্রচুর ভক্ত সমাগম হয়। তাই এই দুই রুটেই সোম এবং মঙ্গলবার একগুচ্ছ বিশেষ ট্রেন চালাবে রেল।
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-বনগাঁ শাখা এবং শিয়ালদহ-ডানকুনি শাখায় মোট ৯টি বিশেষ ট্রেন চলবে। শিয়ালদহ থেকে ডানকুনি একটি ট্রেন রয়েছে সাড়ে ১১ টায়। ওপর একটি ট্রেন রাত ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে শিয়ালদহ আসবে। এছাড়াও শিয়ালদহ-রানাঘাট একটি স্পেশাল লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে। রানাঘাট থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে ১১টা ৪৫ মিনিটে।
সেই সঙ্গে শিয়ালদহ বারাসাত লাইনেও দুটি স্পেশাল লোকাল চলবে। ১১টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে বারাসতের জন্য একটি ট্রেন ছাড়বে। আবার বারাসত থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে রাত ১টা বেজে ১০ মিনিটে।
Comments are closed.